Saturday, March 14, 2015

কম্পিউটারকে ঘুম পাড়িয়ে নিন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভালো একটা সুবিধা হচ্ছে কম্পিউটারকে ঘুম পাড়িয়ে (Sleep) পরবর্তী সময়ে আবার কাজ করানো যায়। বারবার কম্পিউটার বন্ধ বা চালু করার চেয়ে এটা ভালো। বিশেষ করে ল্যাপটপ কম্পিউটারে এই সুবিধা বেশ কাজে লাগে। অনেক ক্ষেত্রে ল্যাপটপের ব্যাটারির স্থায়িত্ব বাড়াতেও ভূমিকা রাখে। কিন্তু এমন অনেক কম্পিউটারে স্লিপ চালু করে রাখলেও সেটি ঠিকভাবে কাজ করে না। কখনো হুট করে জেগে উঠতে পারে কোনো কাজ না করেই।এ সমস্যা সমাধানের জন্য স্টার্ট মেনুতে গিয়ে cmd.exe লিখে এন্টার করুন। এবার এখানে powercfg -lastwake লিখে এন্টার করুন। শেষ কবে কম্পিউটার স্লিপে...

Thursday, March 12, 2015

HPMS - HR -MODULE -PROBLE-NEW CREATE DESIGNATION

...